নতুন শিক্ষকদের বদলি ও পদায়ন সংক্রান্ত নির্দেশনা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ১২:৫১ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : প্রাথমিক সহকারী শিক্ষকদের বদলির নতুন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও পদায়ন বিষয়ে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার এসংক্রান্ত নির্দেশনাটি জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ইতিমধ্যে ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। যাদের নিয়োগ কার্যক্রম শিঘ্রই সম্পন্ন করা হবে। উক্ত নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি নিয়োগ ও পদায়ন নির্দেশিকা প্রস্তুত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং শীঘ্রই তা মাঠ পর্যায়ে প্রেরণ করা হবে।

নব নিয়োগকৃত শিক্ষকগণকে পদায়নের জন্য উপজেলা ভিত্তিক শূন্য পদসমূহ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উপজেলা ভিত্তিক শূন্যপদ সংরক্ষণ করে সর্বশেষ শিক্ষক নিয়োগ বদলি নির্দেশিকা অনুযায়ী বদলি কার্যক্রম চালু রাখা যেতে পারে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে