ধামইরহাটে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি সভা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৪:১১ অপরাহ্ণ |
ধামইরহাটে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কমপ্লেক্সের উদ্যোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় ইউএনও গনপতি রায়, ওসি শামীম হাসান সরদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসয়া মো. আরাফাত ইমাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার ও অনুষ্ঠানের উপস্থাপক ডা. মল্লিকা পারভীন, ডা.মেহেদী হাসান, ডা. আবু জার গিফারী, ডা. ফয়সাল আহমেদ, সামিউল হাসান, ডেন্ডাল সার্জন ডা. রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল বাকি, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইমরুশ কায়েশ বাদল, আব্দুস সালাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার আনোয়ার পারভেজ, প্রধান শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী ১১ জানুয়ারী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২ হাজার ৩৫ জন শিশু ও ১১ থেকে ৫৯ মাস পর্যন্ত ১৮ হাজার ১২৫ জন শিশুকে এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিতকল্পে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও হাসপাতাল কর্তৃপক্ষকে আহবান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে