ধর্ষিতা ঢাবি ছাত্রীর সারা শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
ধর্ষিতা ঢাবি ছাত্রীর সারা শরীরে আঘাতের চিহ্ন

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় শ্লীলতাহানির শিকার ঢাবি ছাত্রীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। তবে খুব গুরুতর কোনো আঘাত না থাকায় শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তারা।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। কিছু আঘাত হয়েছে ধর্ষণকারী দ্বারা। আর কিছু হয়েছে ঘটনাস্থলের কারণে।

তিনি বলেন, জঙ্গলের কারণে তার পায়ে কিছু আঘাত হয়েছে। তার গলায় আমরা ধর্ষণকদের হাতের চিহ্ন পেয়েছি। যেখানে বোঝা গেছে যে ধর্ষণকারী তাকে গলা টিপে ধরে ছিল। হাতে একই চিহ্ন আছে, যেটা থেকে অনুমান করা যায় তাকে আঘাত করা হয়েছে। লাথি মারা হয়েছে এরকম আঘাতের চিহ্নও পেয়েছি।

তার শরীরে ধর্ষণের আলামত পেয়েছি জানিয়ে সোহেল মাহমুদ বলেন, তাকে একজন না একাধিক জন মিলে ধর্ষণ করেছে তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেগুলো থেকে প্রতিবেদন আসলেই জানা যাবে।

তিনি এখন শঙ্কামুক্ত হলেও তার মধ্যে সংশয় আছে। যেহেতু তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই, ফলে দু-একদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

প্রসঙ্গত, রোববার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা এলাকায় শ্লীলতাহানির শিকার হন ঢাবির ওই ছাত্রী। ওই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে