উত্তেজনা কমাতে মরিয়া ঝুঁকিতে থাকা সৌদি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
উত্তেজনা কমাতে মরিয়া ঝুঁকিতে থাকা সৌদি

পদ্মাটাইমস ডেস্ক : ইরানি শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার আগে সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটন কোনো পরামর্শ করেনি। গতকাল রবিবার সৌদি আরবের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, সৌদি রাজতন্ত্র চায় সোলাইমানি হত্যার পর এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা কমে আসুক। উত্তেজনা কমাতে সৌদি সরকার ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাগদাদে গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী কামান্ডার কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরানের ‘প্রতিশোধ’ গ্রহণের ঘোষণায় বড় ঝুঁকিতে রয়েছে মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত মার্কিন মিত্র সৌদি আরব ও আরব আমিরাত। কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন দেশের তেল স্থাপনা ও মার্কিন ঘাঁটিগুলোতে এবং কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানপন্থী বিভিন্ন সামরিক গোষ্ঠীগুলোর। এ অবস্থায় সৌদি কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে মিত্র দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন।

গতকাল নাম প্রকাশ না করার অনুরোধে এক সৌদি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে সৌদি আরবের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তিনি বলেন, দ্রুত পরিস্থিতি বদলে যাওয়ার প্রেক্ষাপটে সৌদি সরকার সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব দিচ্ছে। গুরুতর পরিণাম বয়ে আনতে পারে—এমন উত্তেজনা যাতে না ছড়ায়, সে জন্য সব ধরনের কর্মকাণ্ডে সতর্ক থাকার ওপর জোর দিচ্ছে তাদের সরকার। এর আগে গত শনিবার একই ধরনের সতর্কতা উচ্চারণ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে