গোদাগাড়ীতে কৃষি জমিতে পুকুর খননের দায়ে ৬ জনকে কারাদন্ড

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ১১:৫৩ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে কৃষি জমিতে পুকুর খননের দায়ে ৬ জনকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিড়ইল গ্রামে আবাদী জমি নষ্ট করে অবৈধ ভাবে পুকুর খননের সময় হঠাৎ পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপস্থিত হলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সরকারী আদেশ অমান্য করে অবৈধ ভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ছয় জনকে ১মাস মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন।

মঙ্গলবার বিকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিড়ইল গ্রামে মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাইনুল ইসলাম ও মৃত আবু বাক্কারের ছেলে মতিউর রহমানের জমিতে কয়েক বিঘা ধানী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করার সময় হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক। সে সাথে ৩ টি (ট্রাক্টর ) হ্যারো মেশিন অকেজো করার জন্য প্রয়োজনীয় মালামাল জব্দ করা হয়।

সাজা প্রাপ্ত হলেন, উপজেলার বিড়ইল গ্রামের মতিউর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩০), জামালউদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম ( ৪০), গাড়ী চালক জগপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শহিদুল ইসলাম (৩৫),ইটাহারী গ্রামের নিয়াজউদ্দীনের ছেলে কবির (৩২), গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে পিয়ারুল(২০), রফিকুল ইসলামের ছেলে ফাহাদ(২০)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বলেন, সরকারী নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদী জমি নষ্ট করার দায়ে তাদের কারাদন্ড দেওয়া হয়। এত অভিযান চালানোর পরেও বড় গাড়ীর পরিবর্তে ছোট গাড়ী দিয়ে কৌশল পরিবর্তন করে অবৈধ পুকুর খনন চলছে। পুকুর খননকারীরা যতই চালাক হোক না কেন আমাদের চোখ ফাকি দিতে পারবে না। এরপর আর কোন দিন কেউ অবৈধ ভাবে পুকুর খনন করলে আরও কঠিন শাস্তি প্রদান করা হবে। অভিযান অব্যহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে