১৫০ দিনের বেশি ওএসডি রাখা যাবে না

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০; সময়: ৬:০২ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : ১৫০ দিনের বেশি কোন সরকারি কর্মকর্তাকে ওএসডি রাখার বিধানকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে মন্ত্রিসভা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। ওই কমিটিকে আদেশের কপি হাতে পাওয়ার পর থেকে ১৫০ দিনের বেশি ওএসডি আছেন এমন কর্মকর্তাদের স্বপদে বহাল করতে হবে।

এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রায়ের বিষয় টি নিশ্চিত করে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, যারা ১৫০ দিনের চেয়ে বেশি সময় ধরে ওএসডি তাদের স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরো বলেন, এজন্য গঠিত কমিটিকে রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে ওএসডি কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে জানাতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে