আ.লীগের সাংগঠনিক পদ পেলেন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি
পদ্মাটাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক। এ ছাড়া দেশের আট বিভাগে সাংগঠনিক কর্মকাণ্ড দেখভালের জন্য চারজন যুগ্ম সাধারণ সম্পাদক ও আটজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে ক্ষমতাসীন দল।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ২১-তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাখাওয়াত হোসেন শফিককে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করেছেন। সাখাওয়াত হোসেন শফিক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন। বগুড়া সদরের বাসিন্দা শফিক ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব বণ্টন করা হয়েছে আটজন সাংগঠনিক সম্পাদকের ওপর। এদের মধ্যে রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীতে এস এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, চট্টগ্রাম বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট বিভাগে সাখাওয়াত হোসেন শফিক।
আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল-আলম হানিফ সিলেট ও চট্টগ্রাম বিভাগের, দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের, ড. হাছান মাহমুদ এমপি রংপুর ও রাজশাহী বিভাগের এবং আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বরিশাল ও খুলনা বিভাগের কার্যক্রম দেখভালের দায়িত্ব পেয়েছেন।