আফগানিস্তানে মার্কিন হামলায় নিহত ৬০

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০; সময়: ২:৩৯ অপরাহ্ণ |
আফগানিস্তানে মার্কিন হামলায় নিহত ৬০

পদ্মাটাইমস ডেস্ক : আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় এক তালেবান কমান্ডারসহ অন্তত ৬০ বেসামরিক লোক নিহত হয়েছেন। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় এ হামলা চালানো হয়। তবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ বৃহস্পতিবার বলেছেন, ইরান সীমান্তের নিকটবর্তী শিন্দান্দ জেলায় মোল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে হেরাত প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান টোরাইলাই তাহিরি আফগান স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে জানিয়েছেন, হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।

আফগানিস্তানে ন্যাটোর মিশন রেজলিউট সাপোর্ট, এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা। এদিকে আফগান সরকার বেসামরিক নাগরিক হতাহতের তদন্ত শুরু করেছে।

২০১৩ সালে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর নাঙ্গায়ালে তালেবানের মূল শাখা থেকে বিচ্ছিন্ন হন এবং মোল্লা রসুল নামে পরিচিত এক কমান্ডারের নেতৃত্বে একটি ছোট ভাঙা দলে যোগ দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে