কানসাটের পল্লী বিদ্যুৎ সংযোগে প্রতারণার শিকার ৮ গ্রাহকের টাকা ফেরত

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৬:২৮ অপরাহ্ণ |
কানসাটের পল্লী বিদ্যুৎ সংযোগে প্রতারণার শিকার ৮ গ্রাহকের টাকা ফেরত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজার সহায়তায় বিদ্যুৎ সংযোগ নেয়ার ক্ষেত্রে প্রতারণার শিকার ৮ জন গ্রাহকের টাকা ১৯ হাজার টাকা ফেরত দিয়েছে প্রতারক চক্র। শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লাওঘাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে- উপজেলার চককীর্তি ইউনিয়নের লাওঘাট্টা গ্রামের ৮ জন গ্রাহকের জন্য সরকারি খরচে ০.২১১ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন নির্মাণ করা হয়। গত বছরের ২৩ ডিসেম্বর ৮ জন গ্রাহকের মধ্যে ৫ জন রায়হান, হাবিবুর, বাবু ,আমিরুর ও হাফেজিয়া-কেরাতিয়া মাদ্রাসার একজন শিক্ষকসহ ৫ জন ৪৫০ টাকা করে জমা দিতে আসলেও বাকি তিনজন টাকা জমা না দেয়ায় সন্দেহের সৃষ্টি হয়।

পরে ওই তিনজন গ্রাহক আলতামাস, মজিদুল ও মোসা. আদরী খাতুন জানান, আর্থিক সংকটের কারণে টাকা জমা দিতে পারছেন না। এক পর্যায়ে শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজা জানতে পারেন- মোবারকপুর ইউনিয়নের গুয়াবাড়ি চাঁদপুরেরর মিজানুরের ছত্রছায়ায় স্থানীয় একজন প্রতারক বিপ্লবের মাধ্যমে তিনজনের নিকট হতে ১৯ হাজার টাকা নিয়ে আত্মসাত করে। টাকা ফেরত না দেয়ায় তারা বিদ্যুৎ সংযোগ নিতে পারছে না। গত ২৬ ডিসেম্বর ওই তিনজনসহ ৮ জন বিদ্যুৎ অফিসে হাজির হতে বলা হয়। ৫ জনকে প্রতারকের নিকট হতে টাকা আদায়ের পরামর্শ দিলে চলতি বছরের ২ জানুয়ারী সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারক দুইজনের নিকট হতে ১০ হাজার টাকা আদায় করে দেন ডিজিএম। বাকি ৯ হাজার টাকা ৫ জানুয়ারী তাদের নিকট হতে আদায় করে প্রতারণার শিকার তিনজনের কাছে টাকা ফেরত দেয়া হয়।

টাকা আদায়ের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম, শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজা, স্থানীয় লোকজনসহ পল্লী বিদ্যুৎ অফিসের অন্যান্য প্রতিনিধি। শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজা জানান, সরকারের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি বদ্ধ। এক্ষেত্রে কেউ জনগণের সাথে প্রতারণা করলে ছাড় দেয়া হবে না। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হোক এটি আমাদের কাম্য নয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে