কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মাশরাফী

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মাশরাফী

পদ্মাটাইমস ডেস্ক : মাশরাফী বিন মুর্ত্তজাকে এবার বিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাতে বিসিবির কার্যনির্বাহী বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানান, বিসিবি নিজের ইচ্ছেতে মাশরাফীকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না মাশরাফী। তিনি বলেন, মাশরাফী অনুরোধ করেছেন, তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তার বদলে আরেকজনকে চুক্তির আওতায় আনার অনুরোধ করেছেন জাতীয় ওয়ানডে অধিনায়ক। তার অনুরোধের প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন মাশরাফি।

কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফী ছিলেন ‘এ’ প্লাস ক্যাটগরির ক্রিকেটার। যার পারিশ্রমিক ছিল ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে ছিলেন আরও চারজন। সাকিব, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এক বছর নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসানও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে