রাণীহাটি ও রামচন্দ্রপুর হাটে ‘বেটার চাঁপাইনবাবগঞ্জ’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ১:৫৪ অপরাহ্ণ |
রাণীহাটি ও রামচন্দ্রপুর হাটে ‘বেটার চাঁপাইনবাবগঞ্জ’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ‘বেটার চাঁপাইনবাবগঞ্জ’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ এর রাণীহাটি ও রামচন্দ্রপুর হাটের গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতের অতিরিক্ত তীব্রতার প্রকোপ থেকে অসহায় সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে বেটার চাঁপাইনবাবগঞ্জ ফেসবুক গ্রুপের একদল তরুণ-তরুণী বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শীতবস্ত্রগুলো শীতার্ত মানুষদের হাতে তুলে দেন।

দিনব্যাপী শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, মোসা. কুমু, মো. আখতারুজ্জামান, সুজন, ফিরোজা, গ্রীণ বাংলাদেশ-ক্লীন বাংলাদেশ এর সদস্যসহ অন্য সদস্যরা। বেটার চাঁপাইনবাবগঞ্জ ফেসবুক গ্রুপ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সামাজিক সংগঠন। গ্রুপটির লক্ষ হচ্ছে-সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা। মানবিক কর্মকান্ডে এগিয়ে আসা।

মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, সীমান্তে চোরাচালান রোধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধে সচেতনতা তৈরি করা। রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে গ্রীণসিটি চাঁপাইনবাবগঞ্জের জন্য কাজসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে