‘নতুন নতুন পদ্ধ‌তি‌তে প্রচা‌রে বাধ‌া দেওয়া হচ্ছে’

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ |
‘নতুন নতুন পদ্ধ‌তি‌তে প্রচা‌রে বাধ‌া দেওয়া হচ্ছে’

পদ্মাটাইমস ডেস্ক : প্র‌তি‌দিন নতুন নতুন পদ্ধ‌তি‌তে প্রচার প্রচারনায় বাধা দেওয়া হ‌চ্ছে ব‌লে অভি‌যোগ ক‌রে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

বুধবার সা‌ড়ে ১০টায় উত্তর বাড্ডা রহমাতুল্লাহ গা‌র্মেন্টসের সাম‌নে থে‌কে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে প্রচারণা শুরুর পর তি‌নি এ অভি‌যোগ ক‌রেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ‘এত‌দিন বিএন‌পি প্রার্থী‌দের পোস্টার ছি‌ড়ে ফেলা হ‌তো। এখন মাইক কে‌ড়ে নেওয়া হ‌চ্ছে। পোস্টার না লাগা‌তে হু‌মকি ধাম‌কি দেওয়া হ‌চ্ছে। হামলা করা হ‌চ্ছে। অনেককে গ্রেপ্তারও করা হ‌চ্ছে।’

ইসির প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘প্রচা‌রে আর ১২ দিন বাকি আছে। এই সম‌য়ে ‌যেন সব প্রার্থীরা সমান ভা‌বে প্রচারণা চালা‌তে পা‌রে সে ব্যবস্থা কর‌বেন।’

তা‌বিথ আউয়াল ব‌লেন, ‘এই এলাকার জলবদ্ধতা ও সরু এলাকায় যানজট নিরস‌নে কাজ কর‌বো। নারী শিশুসহ সক‌লের নিরাপত্তায় কাজ কর‌বো। খোলা জায়গায় হাটার ব্যবস্থা করা হ‌বে।’

আতিকুল ইসলাম চা বা‌নি‌য়ে প্রচারণায় জনগণ‌কে আকৃষ্ট কর‌ছেন আপ‌নি এ রকম কিছু কর‌বেন ‌কিনা সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে তা‌বিথ ব‌লেন, ‘ওটা তার ব্যাপার। আমি জনগ‌ণের কা‌ছে যা‌চ্ছি। ভোট চা‌চ্ছি। ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত।’

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে