নাটোরে আ.লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ৫:৪৫ অপরাহ্ণ |
নাটোরে আ.লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের তেলকুপি গ্রামে পুর্ব ঘটনায় সালিশ বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগ নেতা মিঠু মোল্লা(৪৬) ও সদর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রোকন উদ্দীন(৩২) দুই জন আহত হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার তেলকুপি গ্রামে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাদের ওপর প্রতিপক্ষ জালাল উদ্দিন ও তার সহযোগীরা হামলা করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিঠু মোল্লার সাথে জালাল উদ্দিন গংয়ের মধ্যে চলা পুর্ব বিরোধ মিমাংসার উদ্দোগ নেয়া হয়। তাদের উভয়কে নিয়ে সালিশ বৈঠকের উদ্দেগ নেয় এলাকার বিশিষ্টজনরা। কিন্তু মঙ্গলবার রাত ৯টার দিকে মসজিদে নামাজে যাবার সময় প্রতিপক্ষরা মিঠু মোল্লার ওপর অর্তকিতে হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে রোকন এগিয়ে গেলে নামে তাকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

ছাতনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দুলাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুর্বে একটি সংঘর্ষের ঘটনা মিমাংশার উদ্দোগ নেয়া হয় । কিন্তু সালিশ বৈঠকের দিন ধার্য করার আগেই মিঠু মোল্লা ও তার ভাতিজা রোকনের ওপর হামলা চালানো হয়।

নাটোর সদর থানায় অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন বলেন, সালিশ বৈঠক নিয়ে দুপক্ষের মধ্যেকার বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে