খুলনার সামনে রাজশাহীর রানের পাহাড়

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০; সময়: ৯:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
খুলনার সামনে রাজশাহীর রানের পাহাড়

পদ্মাটাইমস ডেস্ক : বিপিএলের ফাইনালে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেলো রাজশাহী রয়্যালস। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান তোলে তারা।

শুরুতে থেকে রানের গতিতে লাগাম দিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন খুলনার বোলাররা। লিটন দাস, আফিফ হোসেনরা সুবিধা করতে পারেননি। শোয়েব মালিকও ফেরেন দ্রুতই। তবে একপাশ আগলে রান তুলে যান ইরফান শুক্কুর। তার ৫২ রানের ইনিংসটি রানের গতি ধরে রাখে। আর শেষ দিকে অধিনায়ক আন্দ্রে রাসেলের সঙ্গে ঝড় তোলেন মোহাম্মদ নওয়াজ।

স্কোর :

রাজশাহী রয়্যালস ১৭০/৪ (২০), লিটন দাস ২৫ (২৮), আফিফ হোসেন ১০ (৮), ইরফান শুক্কুর ৫২ (৩৫), শোয়েব মালিক ৯ (১৩), আন্দ্রে রাসেল ২৭* (১৬), মোহাম্মদ নওয়াজ ৩৭* (১৯)।

বোলার : মোহাম্মদ আমির ৪-০-৩১-২, রবি ফ্রাইলিঙ্ক ৪-০-৩৩-১, তানভীর ইসলাম ১-০-১১-০, শফিউল ইসলাম ৪-০-৩৮-০, মেহেদী হাসান মিরাজ ৩-০-২৭-০, শহিদুল ইসলাম ৪-০-২৩-১।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে