রাজশাহীতে বঙ্গবুন্ধ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জি গ্রুপের খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০; সময়: ৮:১০ অপরাহ্ণ |
রাজশাহীতে বঙ্গবুন্ধ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জি গ্রুপের খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপ শীষে অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের ২য় স্থানে রয়েছে রাজশাহী ইসলামি শিক্ষা এন্ড গবেষনা কেন্দ্র মডেল স্কুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও মডেল স্কুলের পয়েন্টের সমতা দেখা দিলে হেড টু হেডে রাজশাহী বিশ্ব বিদ্যালয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এ গ্রুপের অন্য খেলায় বিবি হিন্দু একাডেমীকে হারিয়ে বিড়ালদাহ সৈয়দ করম আলী শাহ স্কুল ৩ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে। এফ গ্রুপে হাট কান পাড়া স্কুলকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুল তাদেরখেলা শেষ করে। ই গ্রুপের অপর খেলায় শহীদ জিয়াউর রহমান স্কুলকে হারিয়ে শিমুল মেমোরিয়ার নর্থ সাউথ স্কুল জয় পেয়ে খেলা শেষ করে।

অপরদিকে, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠের খেলায় শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুল ৭ রানে হারায় হাট কান পাড়া স্কুলকে। টস জিতে ব্যাট করতে নেমে শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুল নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হরিয়ে তোলে ১১০ রাস। দলের পক্ষে নোমান ১৮ ও সিহাব ১০ রান করেন। বিপক্ষ দলের শাহরিয়ার ১৯ রানে ৩টি ও মুক্তার ১০ রানে ২ উইকেট নেন। হাট কান পাড়া স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৭ উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। দলের পক্ষে ইমন ৩৭ রান করেন। বিপক্ষ দলের জয় ১৯ রানে ৩টি উইকেট নেন। অন্য খেলায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল ২০ রানে হারায় শহীদ জিয়াউর রহমান স্কুলকে। টস জিতে ব্যাট করতে নেমে শিমুল মেমোরিয়াল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৬ রান করে। দলের পক্ষে আনোয়ার ৩০ রান করেন। বিপক্ষ দলের জুনায়েদ ২৩ রানে ৩টি উইকেট নেন। জবাবে শহীদ জিয়াউর রহমান স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান করে। দলের পক্ষে নোমান ২০ রান করেন। বিপক্ষ দলের শাহরিয়ার ১৭ রানে ৩টি উইকেট নেন।

এদিকে, মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ৩০ রানে হারায় রাজশাহী ইসলামি শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল- কে। টস জয়ী বিশ্ববিদ্যালয় স্কুল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে। দলের পক্ষে আব্দুল্লাহ ২৩ ও অপূর্ব ১৮ রান করেন। বিপক্ষ দলের সোহাগ ১৭ রানে ৩টি ও মেরাজ ১৮ রানে ২ উইকেট নেন। রাজশাহী ইসলামি শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৮৭ রান । দলের পক্ষে মাহিন ২৯ ও তানিম ১৪ রান করেন। বিপক্ষ দলের অপূর্ব ১৫ ও সিয়াম ২০ রানে ৩ উইকেট নেন। দিনের অন্য খেলায় বিড়ালদাহ সৈয়দ করম আলী শাহ স্কুল ৮ উইকেটে হারা বিবি হিন্দু একাডেমীকে। টস জিতে ব্যাট করতে নেমে বিবি হিন্দু একাডেমী ১৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৫০ রান। দলের পক্ষে রোকন ৯ রান করেন। বিপক্ষ দলের মোসাদ্দেক ৭ রানে ৪টি ও তাহেরুল ৯ রানে ৩টি উইকেট নেন। বিড়ালদাহ সৈয়দ করম আলী শাহ স্কুল ৫১ রানে টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

অপর দিকে, শহীদ এএইচএম কামারুজ্জামান টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
রাজশাহী মেডিক্যাল কলেজ মেইন হোষ্টেল মাঠে ২য় বারের মত অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দড়িখরবোনা কবর খনন কমিটি ৭ উইকেটে হারায় তালাইমারী স্পোর্টিং ক্লাবকে। টসে হেরে তালাইমারী ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোল ১০৫ রান। দলের সবুজ ২৮ ও জুন ২১ রান করেন। বিপক্ষে রিদয় ১৪ রানে ৩টি উইকেট নেন। জবাবে দড়িখরবোনা ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১০৬ রান। দলের বরসোন ২৭ ও রিয়াদ ১৬ রান করেন। দড়িখরবোনার রিদয় ম্যাচ সেরা হন। দিনের অন্য খেলায় এম আই একাডেমী ৬ উইকটে হারায় রংধনু যুব সংঘকে। টস জয়ী রংধনু ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৩ রান। দলের হাসান ৪৪ ও সৌরভ ৪৩ রান করেন। বিপক্ষে ওভি ২৬ ও ইমন ২০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে এম এই একাডেমী ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৮৫ রান। দলের মেহেদী ৬৭ ও নাইম ৩১ রান করেন। বিপক্ষে হাসান ৩ ও সৌরভ ৮ রানে ১টি করে উইকেট নেন। এম আই এর মেহেদী ম্যাচ সেরা হন। খেলা শেষে ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন মাষ্টার শেফের ব্যবস্থাপক শিহাব আহমেদ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে