মামলা বা জিডি করতে টাকা লাগবে না : ওসি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
মামলা বা জিডি করতে টাকা লাগবে না : ওসি

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, দুর্নীতি , জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং নারী ও শিশু নিরযাতন বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরামের মহারাজপুর ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম।

বক্তব্য ওসি জিয়া বলেন, সদর থানায় কোন দালাল ধরে আসবেন না সরাসরি আসবেন এবং মামলাও জিডি করতে কোন টাকা পয়সা লাগবে না। পুলিশ জনগণের সেবার জন্য। আমরা সে সেবা আপনাদের দিতে চাই।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি , জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং নারী ও শিশু নিরযাতন হলেই সাথে থানায় অথবা ৯৯৯ এ ফোন দিবেন। সভায় কামাল, একরামুল বিজিবি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -কপোত নবী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে