রাবিতে র্যাগিং প্রতিরোধে কমিটি
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি। রবিবার বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই জানানো হয়।
এদিকে ক্যাম্পাসে র্যাগিং ও মাদক নির্মূলে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ে একটি ‘র্যাগিং ও মাদক বিরোধী’ কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
র্যাগিং প্রতিরোধে প্রক্টর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাগিং একটি সামাজিক অপরাধ। বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং করা যাবে না। র্যাগিং করলে বা উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং ও মাদক প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সেই মাফিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কমিটি র্যাগিং ও মাদক প্রতিরোধে সোচ্চার থাকবে।