রাজশাহী কোর্ট কলেজে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান। টুর্ণামেন্টের সভাপতিত্ব করেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ।
অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়। এরপর বেলুন উড়িয়ে বর্ণাঢ্য উদ্বোধন ঘোষণা করেন, অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান। প্রধান অতিথি বলেন, মুজিব বর্ষে আমরা আমাদের এই আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। দেশ গঠনে আজকের এই তরুণরাই সামনের দিনে নেতৃত্ব দিবে।
তিনি আরো বলেন, রাজশাহী কোর্ট কলেজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দেশ সেরা করাই আমাদের লক্ষ্য।
বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ৭ দিন ব্যাপী এই আয়োজনে মোট ১৪টি ক্রিকেট দল এবং ১৪টি ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করছে। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। আজকের উদ্বোধনী খেলায় উদ্ভিদবিদ্যা বিভাগ ৬ ইউকেটে প্রাণিবিদ্যা বিভাগ জয়লাভ করেছে।