পোরশা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
পোরশা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের উদ্যেগে সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী, বিজিবি ও সীমান্ত এলাকার জনসাধারনের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার বিকালে নিতপুর কালাইবাড়ি বাজারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্তবর্তী গ্রাম সহ স্থানীয়দের সীমান্ত পারাপার ও গরু ব্যবসায়ীদের ভারতের মধ্যে না যাওয়া, মাদক ব্যবসা, নারী পাচার, অস্ত্র ও বিম্ফোরকদ্রব্য পাচারে জড়িত না হওয়ার জন্য স্থানীয় জনগণকে আহবান জাননো হয়।

মতবিনিময় সভায় পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, ১৬বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী, হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোখলেছুর রহমান, কলমুডাংগা ক্যাম্প কমান্ডার রেজাউল ইসলাম, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শাহ্, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে