‘বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন’

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
‘বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন’

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন। তিনি দেশ ও জাতীকে উন্নত, অগ্রসর ও শিক্ষিত করতে প্রতিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রি-ক্যাডেট স্কুল করার উদ্যোগ গ্রহন করেছিলেন। স্কুল স্থাপন করেছিলেন বলেই দেশ আজ উন্নত ও অগ্রসর হয়েছে।

তিনি শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় শিক্ষানিলয় প্রি ক্যাডেট স্কুলের উদ্ধোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট এ্যাসোসিয়েশানের কেন্দ্রীয় মহাসচিব এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মাহবুবুর রশীদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ইনডেক্স্র ইন্টান্যাশনাল স্কুলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, প্রি ক্যাডেট স্কুলের আত্রাই উপজেলা শাখার সভাপতি আলাউদ্দীন খান দুলাল, পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, অভিভাবক আশরাফুল ইসলাম ও শিক্ষক কামরুন নাহার লায়লা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি মোমবাতি জ্বালিয়ে স্কুলের শুভ উদ্ধোধন করেন। সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে