জয়পুরহাট সরকারি কলেজে শীতকালীন পিঠা উৎসব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০; সময়: ১:৪৫ অপরাহ্ণ |
জয়পুরহাট সরকারি কলেজে শীতকালীন পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : “পিঠা পুলির মিষ্টি ঘ্রাণে, পিঠা উৎসব প্রাণে প্রাণে” এই স্লোগানকে নিয়ে জয়পুরহাট সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের বকুলতলা চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দত্ত।

এসময় উপস্থিত ছিলেন পিঠা উৎসবের আহ্বায়ক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ইমরুল কায়েস, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তৌফিকুর রহমান, মোশারফ হোসেন সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।

https://youtu.be/vCJHIeu89mU

পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের ১০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান রকমের পিঠা যেমন ভাপা, পুলি, মাছ, পাকান, সূর্য, অর্ধ সূর্য , চিতই, লাভ, ও পাতা পিঠা সহ প্রায় অর্ধশত রকমের পিঠা স্থান পায়। উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে