করোনা ইস্যুতে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে চীনা করোনাভাইরাস। যত দিন যাচ্ছে, এর সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে উদ্যোগ নিতে বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির এ ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানি পণ্যের বাজারে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাময়িক বেড়েছে। খবর রয়টার্স ও মার্কেট ওয়াচ।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫৯ ডলার ৪৫ সেন্ট, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ১ ডলার ১৬ সেন্ট বেশি। এর আগের কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম ২ দশমিক ৫ শতাংশ কমেছিল।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয়েছে ৫৩ ডলার ২০ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় ব্যারেলে ১ ডলার শূন্য ৬ সেন্ট বেশি। আগের কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম ২ দশমিক ২ শতাংশ কমেছিল।