নৌকার ঢাকা জয়

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০; সময়: ১১:০৫ অপরাহ্ণ |
নৌকার ঢাকা জয়

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে নৌকা। রাত ১১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া ফলাফলে দ্বিগুনের বেশী ভোটে এগিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূল তাপস এবং আতিকুল ইসলাম।

দক্ষিণ সিটিতে মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৩ লাখ ৯৯ হাজার ৬৭৫ ভোট পেয়েছেন। এ সিটিতে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৩ ভোট। সে হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন তাপস।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিক থেকে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এ সময় আব্দুল বাতেন বলেন, কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। এটা ইতিহাসে প্রথম। ট্যাবের মাধ্যমে অনলাইনে ভোটের ফলাফল আসছে। তিনি জানান, ২৩ হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেছেন।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা। এর আগে সকাল ৮টায় ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ডিএসসিসিতে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এর দিকে একই সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা ৭৩৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪ ভোট এবং ধানের শীষ প্রতীকে তাবিথ আওয়াল ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

সকাল ৮টা থেকে ডিএনসিসি নির্বাচনে ১৩১৮ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। শেষ হয় বিকেল ৪টায়। এরপর শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্রে আসতে থাকে ফলাফল। ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। মোট ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে