সিরাজগঞ্জে চার দেশীয় টারগানসহ আটক ৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০; সময়: ১১:৪১ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে চার দেশীয় টারগানসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ৪টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ সহ চার ব্যক্তিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার মধ্য রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহিদুল ইসলাম (৫০), আসাদুল (৩২), দুলাল সরকার (২৬) ও জাকির হোসেন (৩৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ এলাকা অভিযান চালানো হয়। এসময় চার ব্যক্তিকে ৪টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও রাউন্ড কার্তুজ সহ আটক করে ডিবি অফিসে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে