৫০ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২০; সময়: ১২:১০ অপরাহ্ণ |
৫০ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার ধামরাইয়ে ৫০ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পরার ঘটনা ঘটেছে। এতে প্রায় সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে