পাঁচ বাংলাদেশিকে ফেরত চেয়ে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২০; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
পাঁচ বাংলাদেশিকে ফেরত চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বিএসএফ বাংলাদেশ সীমানায় প্রবেশ করে রাজশাহীর পদ্মা থেকে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে পবা উপজেলার গহমাবোন এলাকায় তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন থেকে পাঁচজনকে দেশে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেতা সরকারের প্রতি আহবান জানানো হয়। এই সঙ্গে বাংলাদেশ সীমানায় বিএসএফের অনুপ্রবেশ বন্ধে পদক্ষেপ নেয়ারও দাবি জানান সীমান্তবাসী।

শুক্রবার গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে নিয়ম ভেঙে বিজিবিকে না জানিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে। এর পর থেকে তারা ভারতের কারাগারে রয়েছে।

বিএসএফের হাতে আটককৃতরা হলেন- রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। পবা উপজেলার গহমাবোনা গ্রামে তাদের বাড়ি। পদ্মার চরে তারা গরু চরাতে গিয়েছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে