নাম পরিবর্তনে গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০; সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ |
নাম পরিবর্তনে গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি প্রজ্ঞাপন জারি

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায় মানুষের মতো মানুষ হতে। কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠানের নামই যদি হয় মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে?

প্রকৃতপক্ষেই এমন নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান এতদিন ছিল নীলফামারী জেলার সদর উপজেলায়। তবে এই নামটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের আপত্তি অনেকদিনের।

শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ভীতিকর নামটি বদলে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নাম রেখেছে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আদেশ জারি করা হয়েছে।

গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই বিদ্যালয়ের নাম নিয়ে স্থানীয়দের মধ্যে নানান ধরনের আলোচনা সমালোচনা ছিল। স্থানীয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয় বিষয়টি অবহিত হওয়ার পর নাম পরিবর্তন করে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগের দিন হবিগঞ্জের সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে যাদবপুর ওয়াদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়।

গত মাসেও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার একটি ও চাঁদপুরের একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে