শরীরে সুপ্ত করোনা ভাইরাস শনাক্তের ব্যবস্থা নেই বিমানবন্দরে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২০; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
শরীরে সুপ্ত করোনা ভাইরাস শনাক্তের ব্যবস্থা নেই বিমানবন্দরে

পদ্মাটাইমস ডেস্ক : হযরত শাহজালালে বিমানবন্দরে বসানো থার্মাল স্কানারে কেবল অতিরিক্ত তাপমাত্রা নিয়ে কেউ আসলেই তার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। কিন্তু যদি কারো শরীরে সুপ্ত অবস্থায় করোনা ভাইরাস থাকে সেটি শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই এখানে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনাক্তের জন্য এগিয়ে আসতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে।

থার্মাল স্কানারে কেবল যাত্রীর অতিরিক্ত তাপমাত্রা আছে কিনা সে বিষয়টিই নিশ্চিত করে। কিন্তু বৈশিষ্ট্য অনুসারে করোনা মানবদেহে ১৪ দিন পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অথচ কোনো যাত্রীর কাছ থেকেই জানতে চাওয়া হচ্ছে না তার সব শেষ ১৪ দিনের ভ্রমণ ইতিহাস।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ১৪ দিনের আগে করোনা আক্রান্ত কোনো ব্যক্তির লক্ষণ দেখা যায় না।

যাত্রীদের ভ্রমণ ইতিহাস জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি বিমান কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে। ২১ জানুয়ারি থেকে করোনা সতর্কতা হিসেবে বসানো হয় এই থার্মাল স্কানার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে