লোন দিচ্ছেন আপনারা, গালি শুনতে হয় আমাকে: অর্থমন্ত্রী
পদ্মাটাইমস ডেস্ক : ব্যাংকারদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আপনাদের জন্য সংসদে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আপনারা লোন দিচ্ছেন, খেলাপি হচ্ছে। আর খেলাপি জন্য সংসদে গালি শুনতে হয় আমাকে। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে তিনি এ সব কথা বলেন। রাজধানীর মতিঝিলে বিডিবিএল ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের তোপের মুখে পড়ার বিষয়টি তুলে অর্থমন্ত্রী বলেন, আমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছি। কিন্তু খেলাপি হইনি। আপনারা লোন দিচ্ছেন, খেলাপি হচ্ছে। এ জন্য আমাকে গালি শুনতে হয়।
ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। মন্দ ঋণ বিতরণে যে সব ব্যাংকাররা জড়িত, তাদের শাস্তি দেয়ার আহ্বান জানান তিনি।
বিডিবিএল চেয়ারম্যান মো. মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।