রাবিতে ‘ভোক্তা অধিকার’ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০; সময়: ৫:০৯ অপরাহ্ণ |
রাবিতে ‘ভোক্তা অধিকার’ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের ডাইনিং-ক্যান্টিন এবং বিভিন্ন হোটেলে কর্মরত দোকান মালিকদের নিয়ে ভোক্তা অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এ কর্মশালার আয়োজন করেন কনজ্যুমার ইয়ূথ বাংলাদেশ (সিওয়াইবি) রাবি শাখা।

কর্মশালায় ট্রেনিং প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক দোকান মালিক অংশ নেয়।

কর্মশালায় হাসান আল মারুফ বলেন, “আমরা সকলেই কোন না কোনভাবে ভোক্তা। একজন ভোক্তা হয়ে অন্য ভোক্তাকে ঠকানো আমাদের উচিত নয়। আমরা বিভিন্ন জন বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা করতে গিয়ে ভুল হবে স্বাভাবিক। তবে ভুল জানবার পরেও সেই ভুল করা আইনত অপরাধ।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কর্মশালা এবারই প্রথম। এই কর্মশালার মাধ্যমে দোকানিরা তাদের বিগত দিনের ভুলগুলো বুঝতে পারবে এবং আশা করছি, সামনের দিনগুলোতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সচেতন হবেন তারা।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাবার দোকানগুলোতে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে হল-ডাইনিং কর্মচারীদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। আশা করছি, এরপর থেকে দোকানিরা বিষয়টি বুঝবেন।”

কর্মশালায় অংশ নেওয়া ভোজনালয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, “ক্যাম্পাসে দীর্ঘ ১৮ বছর থেকে কাজ করার পর এবার প্রথম এই ধরনের ট্রেনিং-এ অংশগ্রহণের সুযোগ হলো। আমরা বিভিন্ন সময় নিজেদের অজান্তেই ভুল করেছেন, যেটা আইনত অপরাধ ছিল। আজ এখান থেকে আমরা যা কিছু শিখেছি, আমরা আমাদের কাজের ক্ষেত্রে তা বাস্তবায়ন করব।”

কর্মশালায় উপস্থিত ছিলেন সিওয়াইবি’র সাধারণ সম্পাদক জেএম তৌহিদুন নুর প্রিতম, সংগঠনটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে