‘আগের চেয়ে সীমান্ত হত্যা বেড়েছে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০; সময়: ১০:১৪ অপরাহ্ণ |
‘আগের চেয়ে সীমান্ত হত্যা বেড়েছে’

পদ্মাটাইমস ডেস্ক : সীমান্ত হত্যা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আগে কম ছিল। গত কয়েকদিনে সীমান্ত হত্যা বেড়েছে।’ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে আমাদের দুদেশের মধ্যে আন্ডারস্টান্ডিং রয়েছে। আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। সে দেশের হোম মিনিস্টারের সঙ্গে আমরা দীর্ঘ আলাপ করেছি। এ সীমান্ত হত্যা নিয়ে আমরা সব সময় বলে এসেছি যাতে বন্ধ করা হয় এবং এটা কম ছিল।’

তিনি বলেন, ‘কিন্তু গত কয়েকদিন ধরে এ সীমান্ত হত্যা বেড়ে গিয়েছে। এর সঙ্গত কারণটা কি আপনারা অনেকেই জানেন। তবে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুদেশের যা যা করণিয় সেটা আমরা করবো। ইতোমধ্যে পতাকা বৈঠক থেকে শুরু করে সব রকমের আলোচনা হচ্ছে। আমাদের বিজিবি বিএসএফের সঙ্গেও সবসময় কথাবার্তা হচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে