পত্নীতলা বিজিবি’র অভিযানে মাদক ও মটরসাইকেলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০; সময়: ৫:৪৫ অপরাহ্ণ |
পত্নীতলা বিজিবি’র অভিযানে মাদক ও মটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪২৯ বোতল ফেনসিডিল, ৩৮ বোতল মদ, ২৬ইিয়াবা, ০৭টি নেশাজাতীয় ইঞ্জেকশন ও মটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে । সোমবার সকালে চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ সালাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৭/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামুইরহাট উপজেলাধীন উমার ইউনিয়নের বাসুদেবপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন ।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায় , ভোর রাতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ গোলাম কবির এর নেতৃত্বে সাতআনা নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। রোববার বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ টি ভারতীয় নেশাজাতীয় ইঞ্জেকশন, ৩ টি দেশীয় নেশাজাতীয় ইঞ্জেকশন , ১ টি ১১০ সিসি ফ্রিডম মোটরসাইকেল (নওগাঁ-হ-১৩-৬১৭৭) সহ ঘটনাস্থল হতে ধামইরহাট উপজেলার রামরামপুরের ওয়াজেদ আলীর ছেলে রাকিবুজ্জামান উজ্জল (৩৩) ও বীরগ্রামেরের মোজাফফর রহমানের ছেলে তোয়ারফ হোসেন (৫১) কে গ্রেপ্তার করে নিকটস্থ ধামুইরহাট থানায় পুলিশের নিকট হস্থান্তর করা হয় । ওই দিন সন্ধ্যায় ভুটিয়াপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোর্শেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৬ টি ভারতীয় ইয়াবা আটক করে এবং রাতে আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আব্বাস আলী’র নেতৃত্বে অভিযান চালিয়ে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি অটো রিক্সা আটক করা হয় ।

এছাড়া কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ৩ বোতল ম্যাকডুয়েল মদ ও ১০ বোতল ফেনসিডিল আটক করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে