জয়পুরহাটে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে সেবিকা সম্মেলন ও কর্মশালা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০; সময়: ১২:১১ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে সেবিকা সম্মেলন ও কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : স্কুল থেকে ঝড়ে পড়া রোধে ও প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় জয়পুরহাটে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমাবার বেলা ১১টায় বেসরকারি সংস্থা আশার আয়োজনে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাঁওলী ঝর্ণার সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ্, আশার জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর আলী আজগর ভুঁইয়াসহ শিক্ষা সেবিকারা।

কর্মশালায় বক্তারা জানান, জেলায় ১৭ টি আশা ব্রাঞ্চের ২৫৫ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৬৩৩৯ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীর মাঝে পাঠদান সহায়তা দিয়ে আসছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে