পল্লী বিদ্যুৎ পোরশা জোনের উদ্যেগে সংযোগ পেল বৃদ্ধ প্রতিবন্ধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০; সময়: ১:১২ অপরাহ্ণ |
পল্লী বিদ্যুৎ পোরশা জোনের উদ্যেগে সংযোগ পেল বৃদ্ধ প্রতিবন্ধি

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পোরশা জোনের তাৎক্ষনিক উদ্যেগে অন্ধকার থেকে বিদ্যুৎ এর আলোয় আলোকিত হলো সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের প্রতিবন্ধি বৃদ্ধ জিল্লুর রহমান(৭৫) এর বাড়ি। তিনি ওই গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, আশে পাশের সকলের বাড়িতে বিদ্যুৎ থাকলেও প্রতিবন্ধি জিল্লুর রহমানের বাড়িতে বিদ্যুৎ ছিলনা। টাকা ছাড়া কোন বিদ্যুৎ সংযোগ হবেনা ভেবে কোনদিন বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্ঠাও করেননি তিনি। কিন্তু কোন এক ব্যাক্তির পরামর্শে গত সোমবার সকালে হঠাৎ ছোট বাড়িটির কাগজ পত্র নিয়ে পোরশা পল্লি বিদ্যুৎ অফিসে হাজির হয়েছিলেন তিনি। অসহায় প্রতিবন্ধি জিল্লুর রহমানের কথা শুনে তাৎক্ষনিক তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশ প্রদান করেন পোরশা জোনের ডিপুটি জেনারেল ম্যানেজার একেএম জাহিদুল ইসলাম। এসময় পোরশা জোনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর আর্থিক সহায়তায় সহকারী জেনারেল ম্যানেজার শফিউদ্দিন আহম্মেদ ও ওয়ারিং পরিদর্শক তৌফিক হাসান সরজমিনে গিয়ে প্রতিবন্ধি জিল্লুর রহমানের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।

বিদ্যুৎ সংযোগ পাওয়া বৃদ্ধ প্রতিবন্ধি জিল্লুর রহমান জানান, শেষ বয়সে তার বাড়িতে বিদ্যুৎ এর আলো দেখতে পেয়ে সে খুব খুশী। আর তাকে সহযোগীতা করার জন্য তিনি বিদ্যুৎ সংশ্লিষ্ট সকলের জন্য আমৃত দোয়া করবেন বলে জানান।

এব্যাপারে নওগাঁ পল্লি বিদ্যুৎ-২ পোরশা জোনের ডিপুটি জেনারেল ম্যানেজার একেএম জাহিদুল ইসলাম জানান, একজন বৃদ্ধ প্রতিবন্ধির বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে পেয়ে আমরা আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যেগকে সফল করার জন্য আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা সকল ক্ষেত্রে সফল হবো এবং এরকম বয়োবৃদ্ধকে সহযোগীতা করতে পারবো। এসময় তিনি সমাজের সকল ব্যাক্তিকে অসহায়দের সহযোগীতা করার জন্য আহবান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে