গুনধর খিলাড়ী

প্রকাশিত: ২৭-০২-২০২০, সময়: ২৩:২০ |

কতো বৈচিত্র্য দিয়ে গড়া মানব হৃদয়…
সহজ ভংগিমায়,সরল অনুভূতি দিয়ে, কঠিন আবেগে আপন হয়
কতো অবাস্তব যুক্ত করে হঠাৎই
উল্কা ছিটকে পড়ার মতন
ছিটকে সরে যায়
দিন বদলায়, সময় বদলায়
কে বলে মানুষ বদলায় না???

যেভাবে বদলে গেছো তুমি
নেহাৎ এক প্রহসন মাত্র….
বিনিময়ে বদলে দিয়েছো
আমার জীবনটাকে…..
ভুলিয়ে দিয়েছো যাপিত
জীবনের অর্থটুকু!

কী চেয়েছিলে তুমি?
খেলতে চেয়েছো? হতে চেয়েছো
মস্ত খেলোয়াড়!!!
চেয়েছিলে দিগন্ত জোড়া
উন্মুক্ত এক খেলার মাঠ….
পেয়েছো তো? খেলেছো কি??
থামলে কেন? হোঁচট খেয়েছো??
না কি গুটিয়ে ফেললে?

কিন্তু কেন, কেন জানো?
তুমি যে এক চুতুরে খিলাড়ী…
এক নিঃশ্বাসে ডুব দিয়ে
খুঁজে নিয়েছো আসল মুক্তোটি
বারবার বারবার, শতবার
পোক্ত ডুবুরিও ডুব দিয়েও
পাইনি খুঁজে সেই মুক্তোর খোঁজ
ব্যর্থ হলেও, থামেনি তাদের চেষ্টা…..

তুমি থেমেছো,তুমিই যে পেয়েছো
সহজে পেয়ে সহজে হারিয়েছো
তাতেই তৃপ্ত তাই না?
কারণ তুমিই বদলাও
বদলে ফেলো কাহিনী,
বদলে দাও সৃতি
বদলে নাও মানুষ…
তুমিই যে পারো, একমাত্র তুমি
পালাবদল হয় তোমার
কৃত্রিম ভালোবাসার…
আমার গুনধর খিলাড়ী!!

লেখক- ফারাহ্ দীবা নবী

উপরে