বেড়েছে আদার আমদানি, কমছে দাম

প্রকাশিত: মার্চ ৩, ২০২০; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
বেড়েছে আদার আমদানি, কমছে দাম

পদ্মাটাইমস ডেস্ক : হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে আদার আমদানি। সেইসাথে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। এক সপ্তাহ আগে যে আদা খুচরা বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে, সেই আদা কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

আমদানিকারকরা জানান, রমযানকে কেন্দ্র করে বেশি পরিমাণে আদা আমদানি করা হচ্ছে, যাতে এই পণ্যটির দাম বৃদ্ধি না পায়। আমদানি বৃদ্ধির সাথে সাথে স্থানীয় বাজারগুলোতে আদার সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

খুচরা বিক্রেতা সাকিব জানান, বাজারে আদার সরবরাহ বৃদ্ধি পেয়েছে। আগের চেয়ে দাম কমতে শুরু করেছে। দাম কমায় বেচা-কেনা আমাদের বেড়েছে।

হিলি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গত তিন মাসে এই বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন আদা আমদানি হয়েছে। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে