রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট প্রতিযোগিতা লোকনাথ স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশিত: মার্চ ৫, ২০২০; সময়: ৬:৪১ অপরাহ্ণ |
রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট প্রতিযোগিতা লোকনাথ স্কুল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লোকনাথ উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে রিভারভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার শুরুতে টসে হেরে রিভারভিউ ব্যাট করতে নেমে ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। দলের পক্ষে রাজ ২৩ ও আবির ৪৭ রান করেন। লোকনাথের অভি ১৬, রিয়াদ ১০ ও পারভেজ ১০ রানে ২টি করে উইকেট নেন। লোকনাথ ১০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে(১০৭)। লোকনাথের মাইনুল ৩৪ ও অভি অপরাজিত ৫০ রান করেন। রিভারভিউ এর অন্তর ১৪ রানে ২টি উইকেট নেন। লোকনাথের মেহেদী হাসান অভি ম্যাচ সেরা হন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-পলিশ কমিশনার (বোয়ালিয়া) ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাজিদ হোসেন। প্রধান অতিথি এর আগে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে কোন সময় বিপথগামী হওয়া যাবেনা। তোমাদেরকেও একদিন বিশ্বকাপ জয় করে দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে। এ অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট একে এম এনামুল হক, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রফিউস সামস প্যাডী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা স্কুল ক্রিকেট সমিতির সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, বাস্কেটবল সম্পাদক মোঃ মোমিনুল আলম, অংশগ্রহনকারী স্কুল সমুহের প্রধান শিক্ষকবৃন্দ ও অন্য সদস্যগন উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে