এবার অ্যাপে ধান কিনবে সরকার

প্রকাশিত: মার্চ ১১, ২০২০; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
এবার অ্যাপে ধান কিনবে সরকার

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন বোরো মৌসুমে ৬৪টি জেলার ৬৪টি উপজেলা থেকে অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার। অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান কেনায় সফলতা আসায় সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্য ও কৃষিমন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে। মিলারদের সিন্ডিকেট প্রতিরোধের জন্যই সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এবার প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কাছ থেকে লটারির মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুসারে ধান কেনা হয়েছে। আমন যাদের কাছ থেকে কেনা হয়েছে, তাদের বাদ দিয়ে বাকি কৃষকের কাছ থেকে বোরো মৌসুমে ধান কেনা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে