উপজেলা প্রশাসনকে সহযোগীতায় এগিয়ে আসলেন বে-সরকারী সংস্থা জীবন উন্নয়ন ফাউন্ডেশন

প্রকাশিত: মার্চ ২২, ২০২০; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
উপজেলা প্রশাসনকে সহযোগীতায় এগিয়ে আসলেন বে-সরকারী সংস্থা জীবন উন্নয়ন ফাউন্ডেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : করোনা ভাইরাস মোকাবিলায় ও ভাইরাস থেকে সকলকে পরিস্কার পরিছন্ন রাখার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগীতায় এগিয়ে এসেছেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কসবা এলাকার বে-সরকারী সংস্থা জীবন উন্নয়ন ফাউন্ডেশন (জীবন)। রোববার বিকেলে জীবন উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোপাল মহন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

তিনি করোনা ভাইরাসের হাত থেকে নিজেদের রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের হাতে জনগনের মাঝে বিতরনের জন্য লাইফ বয় সাবান প্রদান করেন। বে-সরকারী সংস্থা জীবন উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ সন্তোষ প্রকাশ করেন। তিনি জীবন উন্নয়ন ফাউন্ডেশন জীবনের দেয়া সহযোগীতার সাবান গুলো সাধারন মানুষকে সচেতনের মাধ্যমে তাদের নিকট বিতরন করবেন বলে জানান।

সাবান গুলো বিতরনের সময় উপস্থিত ছিলেন, ্উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, জীবন উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোপাল মহন্ত, কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাংবাদিক আব্দুল মতিন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে