রাজশাহীতে এনজিও’র কিস্তি আদায় বন্ধের নির্দেশ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২০; সময়: ৯:৪০ অপরাহ্ণ |
রাজশাহীতে এনজিও’র কিস্তি আদায় বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ঋণ প্রদানকারী সকল এনজিও’র কিস্তি আদায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক। সোমবার জেলা প্রশাসক হামিদুল হক এ নিয়ে একটি আদেশ জারি করেন।

এতে বলা হয়েছে, রাজশাহী জেলায় মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিও’র অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জেলার দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ঋণের সকল প্রকার কিস্তি আদায়ের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশনা দেয়া হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশ দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা সকল এনজিও’র কাছে পৌঁছে দেয়া হয়েছে। এনজিও কর্মীরা সেটি মানছে কিনা তা উপজেলা নির্বাহী কর্মকর্তারা তদারকি করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে