সর্দি-জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রামেকের আইসিইউতে নারী

প্রকাশিত: মার্চ ২৩, ২০২০; সময়: ১০:৪৯ অপরাহ্ণ |
সর্দি-জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রামেকের আইসিইউতে নারী

নিজস্ব প্রতিবেদক : সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে তাকে হাসপাতাললের নিবিড়ি পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। একই সাথে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ফেরদৌস

তিনি বলেন, এ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা নেই। এ জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রোগীর সিনটোম দেখে মনে হচ্ছে না তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এছাড়াও এই রোগীর সেই রকম কোনো ‘হিস্ট্রি’ নেই যে বিদেশফেরত বা ভাইরাসবহনকারী কারও সংস্পর্শে গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই নারীর বয়স ৪৬ বছর। তিনি গত শুক্রবার সর্দি-জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোববার বিকেলে তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হতে থাকলে রাতে তাকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়।

আইসিইউ ইনচার্জ ডা: গোলাম মোস্তফা জানান, এই রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে তাঁরা প্রাথমিকভাবে মনে করছেন না। তাঁর স্বজনেরা বলতে পারছেন না তিনি ভাইরাস বহনকারী কারও সংস্পর্শে গিয়েছেন কি না। তবে পরীক্ষা না করা পর্যন্ত তারা নিশ্চিতও হতে পারছেন না। এই অনিশ্চয়তা নিয়ে তারা একটু শঙ্কায় রয়েছেন। এ জন্য এই ইউনিটের দায়িত্বরত সবার সুরক্ষা পোশাকের ব্যবস্থা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে