মোহনপুরে চালের দাম বেশী রাখায় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২০; সময়: ৬:৩০ অপরাহ্ণ |
মোহনপুরে চালের দাম বেশী রাখায় ব্যবসায়ীকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার মোহনপুর বাজার ও কেশরহাট বাজার ন্যায্যমূল্য চেয়ে বেশী দামে চাল বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করা হয়।

জানা যায়,মঙ্গলবার দুপুরে মোহনপুর চাল বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন। বিভিন্ন দোকান ঘোরার পর তিনি রফিক মুদি দোকানে চাল দাম বেশী রাখায় রহমান রাইস মিল নামে একটি আড়ৎদার চাতাল মালিক টিপু সুলতানকে ১০ হাজার ও জনাব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অতিরিক্ত দামে চাল বিক্রি না করতে সর্তক করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন জানান, জাতীয় দুর্যোগের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে