করোনা: অপ্রস্তুুত পৃথিবি

প্রকাশিত: ১১-০৪-২০২০, সময়: ২১:১৩ |

..বাঁচা-মরার দোলাচলে
অপ্রস্তুুত পৃথিবি; ঘুর্ণিঝড়
জলচ্ছ্বাস কিংবা সেডর-
এসব দুর্যোগ তুচ্ছই বটে
আশা দিচ্ছে না ধরাতটে
সভ্যতা তছনছ করোনা ডোর।

বিশ্বে স্বপ্নেছোঁয়া দিনগুলো
শুধুই ভয়ংকর, প্রতিদিনই
মরণের পরিধি ও আর্তনাদের
ভয়াবহতা; ছাড়ছে না করোনা
ভাইরাস নামক প্রকান্ড দানব;
ভাঙছে মানব সমুদ্র তীর।

দেশে দেশে অলিতে গলিতে
চলছে লকডাউন, পুরো পৃথিবি
এক বন্দীশালা, কর্মহীন মানুষ
বাড়ছে, বাড়ছে ক্ষুধার জ্বালা।

অনেকে চাইতেও জানে না,
হাত পাততেও পারে না,
কাজ থাকলে যারা মধ্যবিত্ত
কর্মহীন হলে তারা অতিরিক্ত-
মান সম্ভ্রম হারানোর লজ্জা
যাদের সম্বল। এমন পরিবারেই
উপলব্ধিতে দূর্ভিক্ষের ঠেলা।

ক্ষত-বিক্ষত সব কিছু-
আপনার কাছে পৃথিবি অচেনা
এ আমার বিশ্ব আমার দেশ না।

দেহ পচলে দেখে ডাক্তার
মন পচলে তুমি-
বড় কেতাব তোমার কুরআন
জানে আমার অন্তর্যামী।

হে আমার প্রভূ, হে দয়াময়
তোমার প্রিয় সৃষ্টিতে আর
করিও না ক্ষয়।
তুমি থেকো না আপনার ত্রাসে-
তুমি তো নির্বিরোধ হে রহিম,
মুক্তি দাও দেশে দেশে।

লেখক ও সাংবাদিক- মাহবুব দুলাল

উপরে