রাজশাহী ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনা

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০; সময়: ৯:৪০ অপরাহ্ণ |
রাজশাহী ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঁচজনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এ ল্যাবে নয়জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হলো। এ ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত ৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সংক্রমিতদের মধ্যে রাজশাহীর মোহনপুরে রয়েছেন একজন নারী। বাকিরা পাবনা ও বগুড়ায় একজন করে এবং জয়পুরহাটে দুইজন। তারা চারজনই পুরুষ। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমিতরা হলো- বগুড়া আদমদীঘি, পাবনার চাটমোহর ও জয়পুরহাটের কালাই উপজেলার একই গ্রামের দুই বাসিন্দা। তারা সবাই নারায়নগঞ্জ ফেরত এবং পোষাক কারখানায় কর্মরত।

ডা. গোপেন্দ্রনাথ বলেন, এর আগে গত ১ এপ্রিল বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে এক রোগীর করোনা পজেটিভ পাওয়া যায়। কিন্তু ওই রোগীর বাড়ি রংপুরে। ফলে বগুড়া, পাবনা ও জয়পুরহাট জেলায় করোনা রোগীর সন্ধান মিললো এই প্রথম।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবের প্রতিবেদন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় লকডাউন ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে