জয়পুরহাটে জানালা ভেঙ্গে পালিয়েছে করোনা রোগী

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০; সময়: ২:০৯ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে জানালা ভেঙ্গে পালিয়েছে করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে প্রথম দুইজনের শরীরে প্রাণঘতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর জানার পর কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের এক রোগী পালিয়ে গেছে। তার নাম ওবাইদুর রহমান। পুলিশ তাকে হন্যে হয়ে খুজছে।

বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর নিজ বাড়ির ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায় ওবাদুর। করোনা শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে নিতে গিয়ে তার পালানোর বিষয়টি জানা গেছে।

কালাই থানার ওসি আব্দুল লতিফ জানান, জয়পুরহাটে প্রথম শনাক্ত হওয়া দুইজন করোনা রোগী কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের। বৃহস্পতিবার রাতে তাদের আইসোলেশনে নেওয়ার জন্য পুলিশের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোকজন ওই গ্রামে যায়। সেখানে অন্যজনকে পাওয়া গেলেও ঘরের মধ্যে থাকা ওবায়দুরকে পাওয়া যায়নি। এ সময় তার ঘরের জানালা ভাঙ্গা দেখা গেছে। পুলিশের ধারণা, আইসোলেশনে যাওয়ার ভয়ে জানালা ভেঙ্গে ওবায়দুর পালিয়ে গেছে। তাকে খুঁজে বের করে আটকের চেষ্টা চলছে।

গ্রামবাসী জানায়, ওবায়দুর একই গ্রামের করোনা আক্রান্ত অন্যজনের সাথে ঢাকার কারওয়ান বাজারে কাঁচা মালের ব্যবসা করত। গত রোববার তারা দুইজন ঢাকা থেকে আসার পর মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে দুইজনের সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ খবর পেয়ে ওবায়দুর জানালা ভেঙ্গে পালিয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে