নওগাঁয় নমুনা সংগ্রহের পর বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০; সময়: ২:২৭ অপরাহ্ণ |
নওগাঁয় নমুনা সংগ্রহের পর বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ শহরের চকদেব জনকল্যান মহল্লায় করোনার উপসর্গ নিয়ে মাহবুব আলম দুলাল নামে ৬০ বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. আকন্দ আখতারুজ্জামান আলাল জানান, মাহবুব ঢাকার একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করতেন। গত ১৫ এপ্রিল তিনি নওগাঁয় আসেন। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে জানার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু ভোর রাতের দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন বলেন, ওই ব্যক্তি আগে থেকেই এজমা সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরিক্ষার পরই জানা যাবে। ওই পরিবারের সকলকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে