হাই মাস লাইটের সুফল পাচ্ছে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক : হাই মাস লাইটের সুফল পেতে শুরু করেছেন রাজশাহী নগরবাসী। হাই মাস লাইটের ফলে রাজশাহী নগরী যেনো এক আলোকিত শহরে পরিনত হয়েছে। রাজশাহী শহরের মেইন মেইন মোড়ে হাই মাস পোল বসানোর ফলে সন্ধ্যার পর থেকে রাজশাহী শহর যেনো দেশের মধ্যে মডেল ও আধুনিক শহরে পরিনত হয়েছে। এই হাই মাস লাইটের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
আগে যেখানে দেখা যেতো শহরের বিভিন্ন জায়গায় অন্ধকারের ফলে মাদকসেবিদের আনাগোনা এখন কিন্তুু হাই মাস লাইটের ফলে সেটি আর চোখে পড়েনা। গভীর রাতে শহর আলোকিত হওয়ার ফলে নগর বাসীকে পড়তে হয়না কোন ছিনতাইয়ের কবলে। এছাড়াও রাজশাহী নগরীকে বর্তমানে দেখে আর বুঝার উপায় নেই সে যেনো এক উন্নত শহরের আদলে গড়ে উঠেছে রাজশাহী নগরী। রাজশাহীর প্রায় প্রতিটি জায়গায় যেনো লেগেছে উন্নয়নের ছোঁয়া।
এই হাই মাস লাইটের বিষয়ে নগরবাসীর সাথে কথা বললে তারা বলেন, অবহেলিত রাজশাহীর যে এতো পরিবর্তন হবে তা আমাদের ভাবতেও খুব অবাক লাগে। তারা আমাদের আরো জানান যে আমরা গভীর রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের আগের মতো আর কোন সমস্যা বা ছিনতাইয়ের কবলে পড়তে হয়না কারণ হচ্ছে যে এই লাইটের ফলে আমাদের শহর তো গভীর রাতেও আলোকিত থাকে।
হাই মাস লাইট সমন্ধে রাত্রি বেলায় দায়িত্বরত প্রশাসনের ব্যক্তিদের সাথে কথা বললে তারা আমাদের বলেন যে এখন রাত্রি বেলায় রাজশাহীতে দায়িত্ব পালন করতে আমাদের খুব ভালো লাগে রাজশাহী শহর রাত্রি বেলায় আলোকিত থাকে যার ফলে শহরের বিভিন্ন মোড়ে আর মাদকসেবিদের দেখা যায়না কমেছে রাত্রি বেলায় ছিনতাইয়ের ঘটনা। দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে এই হাই মাস লাইট বাংলাদেশের আর অন্য কোন বিভাগীয় শহরে বা জেলাতে নেই এটি একমাত্র রাজশাহী সিটি করর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এএইচএম খায়রুজ্জামান লিটনের দীর্ঘ প্রচেষ্টার ফলে রাজশাহী বিভাগীয় শহরে হাই মাস লাইট ও পোলটি স্থাপিত হয়েছে।
রাজশাহী শহরের মোট ১৬টি পয়েন্টে হাই মাস লাইট ও পোল স্থাপন করা হয়েছে। সুইট আমাদের আরো জানান যে এই হাই মাস লাইটটি চর্তুদিকে এক কিলোমিটার জায়গা আলোকিত করে রাখে। এই হাই মাস লাইটের ফলে নগরীতে আলোকায়নে মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে এক যুগান্তকারী বিপ্লব সাধিত হয়েছে যা বাংলাদেশে প্রথম।
নগরীর বিভিন্ন জায়গার মানুষের সাথে হাই মাস লাইটের বিষয়ে কথা বললে তারা এই লাইট আরো বিভিন্ন জায়গায় স্থাপনের দাবী জানান মেয়র মহোদয়ের নিকট। নগরীর মানুষ মাননীয় মেয়র মহোদয়ের জন্য দোয়া করেন এবং তারা বলেন যে আমরা এখন আরো বেশি আশাবাদী এবং বুঝতে পারছি যে রাজশাহীতে যে ভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে অচিরে রাজশাহী একটি আধুনিক শহরে পরিনত হতে চলছে।
মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে হাই মাস লাইটগুলো বিভিন্ন জায়গায় স্থাপনের কাজে অক্লান্ত পরিশ্রম করেছেন আসাদুজ্জামান সইটসহ তার সহযোগী তরুন প্রকৌশলীবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হাই মাস লাইট ও পোল স্থাপনের কাজটি খুব দ্রুততার সঙ্গে হয়েছে। ইতিমধ্যেই রাজশাহী বিশ^বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও বিভিন্ন জায়গা হতে এই হাই মাস পোল আরও স্থাপনের জন্য রাসিক মেয়র মহোদয়ের নিকট অনুরোধ জানিয়েছেন।