দেশে করোনায় আক্রান্ত ৯০ চিকিৎসক, নার্স ৫৪

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০; সময়: ১:১০ পূর্বাহ্ণ |
দেশে করোনায় আক্রান্ত ৯০ চিকিৎসক, নার্স ৫৪

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় কর্মরত চিকিৎসক ও নার্সদের প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। দেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক ও ৫৪ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে মারা গেছেন সিলেটের ডা. মো. মঈন উদ্দিন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন দুইজন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ চিকিৎসকদের করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসার পর সুস্থ হয়েছেন। তাদের ছুটি দেওয়া হয়েছে। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ৫৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছের রাজধানী ঢাকায় ৫০ জন। এরপরে নারায়ণগঞ্জে ১২ জন, ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন সাতজন ও গাজীপুরের কালিগঞ্জে ছয়জন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

দেশে ৫৪ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ। তিনি জানান, আক্রান্ত নার্সদের মধ্যে সরকারি হাসপাতালের ২৮ জন আর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া হাসপাতাল ও ক্লিনিকের আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছিলেন এমন ২৫০ থেকে ৩০০ নার্স কোয়ারেন্টিনে রয়েছেন ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে