২১-৩০ বছর বয়সীরা বেশি সংক্রমিত: আইইডিসিআর

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০; সময়: ৬:৫৭ অপরাহ্ণ |
২১-৩০ বছর বয়সীরা বেশি সংক্রমিত: আইইডিসিআর

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। তবে আক্রান্তের সংখ্যা আবারো তিনশ ছাড়িয়েছে। করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ জন।

১৮ এপ্রিল, শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় সেব্রিনা বলেন, আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেগুলোর মধ্যে সর্বমোট সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন। এ যাবৎ পর্যন্ত সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৮৪ জন।

তিনি বলেন, পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই, এ রকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৮। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।

আইইডিসিআর পরিচালক বলেন, মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ৫৬৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন এবং আমাদের পরামর্শ নিচ্ছেন।

তিনি আরো বলেন, যে রোগীরা হাসপাতালে আছেন তাদের মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। বাকি সবার অবস্থা মোটামুটি স্টেবল।

বয়সভিত্তিক বিশ্লেষণ করে ডা. সেব্রিনা বলেন, সর্বমোট শনাক্তের ২৭ ভাগের বয়স ২১ থেকে ৩০ বছরে মধ্যে।এরপরেই ২২ ভাগ হচ্ছেন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ১৯ ভাগ হচ্ছেন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এ থেকে বুঝা যায় ২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি আরো বলেন, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ ভাগ এবং অবশিষ্টরা নারী।

জেলাভিত্তিক বিশ্লেষণ করে আইইডিসিআর পরিচালক বলেন, নতুন রোগী যারা সংক্রমিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ঢাকা শহরের মধ্যে। সর্বমোট শতকরা ৩২ ভাগ। এর পরবর্তীতে রয়েছে গাজীপুর। এরপরেই নতুন সংক্রমণের এরিয়া আমরা দেখছি নরসিংদী। পরবর্তীতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা দেখছি কিশোরগঞ্জে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে