রাজশাহী ল্যাবে ৮২৮ নমুনার ১০টিতে করোনাভাইরাস

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০; সময়: ১:০৫ পূর্বাহ্ণ |
রাজশাহী ল্যাবে ৮২৮ নমুনার ১০টিতে করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত করোনা পরীক্ষার ল্যাবে আরেকজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে পরীক্ষার ফলাফল জানানো হয়। এ নিয়ে রামেকের ল্যাবে ১০ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়। এর মধ্যে রাজশাহীর চারজন, জয়পুরহাটের দুইজন, বগুড়ার দুইজন ও পাবনার দুইজন।

শনিবার এই ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৩ জনের নেগেটিভ এসেছে। আর পজেটিভ আসা একজনের। করোনায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি পবনার চাটমোহরের মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে। তিনি এর আগে করোনা পজেটিভ আসা নারায়নগঞ্জ ফেরত যুবকের (৩২) বাবা। তার বয়স ৬০ বছর। তিনি তার ছেলের সংস্পর্শে এসেছিলেন। এ নিয়ে পাবনায় দুইজনের করোনা পজেটিভ আসলো।

জানা গেছে, রামেক মেডিকেল কলেজের ল্যাবে গত ১৮ দিনে নমুনা পরীক্ষা হয়েছে ৮২৮ জনের। এ সময় আর ১২ জনের বেশি মানুষের নমুনা সংগ্রহ করা হয়। রাজশাহী বিভাগের আট জেলায় সংগ্রহিত নমুনা এই ল্যাবে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে শনিবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন ল্যাবে নতুন আসে ৭২ জনের নমুনা। যার মধ্যে রাজশাহী জেলার পুঠিয়ার ৫, পবার ৩, তানোরের ৫, বাগমারার ৯, মোহনপুরের ৬ জনের, জয়পুরহাটের ১১, বগুড়ার ৩০ ও নওগাঁর ৩ জনের নমুনা।

এর আগের দিন শুক্রবার ১৫৯ জনের নমুনা আসলেও ল্যবের দরজায় ত্রুটি দেখা দেয়ায় কোন নমুনা পরীক্ষা করা যায়নি। তবে শনিবার পর্যন্ত এই ল্যাবে রাজশাহী বিভাগের আটটি জেলার মোট ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ পর্যন্ত মোট নমুনা এসেছে ১২১২ জনের। যার মধ্যে অনেক নমুনায় ত্রুটি থাকায় তা পরীক্ষা করা সম্ভব হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে